সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল ছেলে, পাশে দাঁড়ালেন ডিসি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল ছেলে, পাশে দাঁড়ালেন ডিসি

মর্জিনা বেগমের বয়স প্রায় আশির কোঠায়। তার আরেকটাও নাম আছে, সেটা হলো টুনি বেওয়া। শুক্রবার (২ সেপ্টেম্বর) তার ছেলে মুনিরুল ইসলাম তাকে একটা বাড়ির সামনে ফেলে যায়। স্থানীয়দের হাকডাকে সবাই ছুটে আসে। সবাই হতবাক, এই বৃদ্ধাকে কে রাস্তায় খাটে রেখে ফেলে গেল। খবর নিয়ে জানা গেল ওখানেই নাসিমা নামে মর্জিনার এক মেয়ে ভাড়া বাসায় বাস করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোনার মোড়ের বালি গ্রামে এমন ঘটনা ঘটে। ওই বৃদ্ধার বাড়ি শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটি তলায়। আর বালিগ্রামে তার মেয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন 


বিজ্ঞাপন


বৃদ্ধা বয়সের ভারে নুয়ে পড়েছেন। চামড়াও প্রায় কুচকে গেছে। মা তো মাই। সবাই ছেলের বিরুদ্ধে কথা বললেও, মর্জিনা কিন্তু তার ছেলের বিরুদ্ধে কোনো কথা বলতে চাননি। তার ছেলের প্রতি কোনো অভিযোগও নাই বলে সাফ জানিয়ে দেন মর্জিনা বেগম।

এ খবর প্রকাশ্যে আশায় জেলায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) একেএম গালিভ খান ওই মহিলা বৃদ্ধার খোঁজ খবর নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা বিভিন্ন ফলমুলসহ বেশ কিছু সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও তার জন্য তার পরিবারকে স্থায়ী আবাসনের আশ্বাস দেন জেলা প্রশাসক

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘দুনিয়াই মায়ের চেয়ে আপন কেউ নাই। তার ছেলে যে কাজ করেছে, এটা অন্যায় কাজ করেছে। আমরা ওই বৃদ্ধার পরিবারের সাথে কথা বলেছি। কিছু টাকা দিয়েছি। আর তার জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে। ওই ছেলের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ‘

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর