কুড়িগ্রামের উলিপুরে এক সেনা সদস্যকে মারপিট ও পাঁচ লাখ টাকা চাঁদার দাবির অভিযোগে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান আতা’র বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই সেনা সদস্য বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
বুধবার (২ মার্চ) উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের দঁড়ি কিশোরপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সেনা সদস্য সালাউদ্দীনের সঙ্গে পার্শ্ববর্তী কিশোরপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার দীর্ঘদিন ধরে থেতরাই বাজারে দু’শতক জমি নিয়ে বিরোধ চলছে। এই বিষয় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান আতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরিও করেন সালাউদ্দিন। এরই জেরে পরের দিন ২০ ফেব্রুয়ারি দুপুরে সালাউদ্দিন ইউপি কার্যালয়ের সামনে গেলে চেয়ারম্যানের লোকজন তাকে বেধড়ক মারধর করে পরিষদের রুমে আটকে রাখে। খবর পেয়ে ওই সেনা সদস্যর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার ৭ দিন পর ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই সেনা সদস্য তাকে মারপিট এবং ৫ লাখ টাকা চাঁদার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে উলিপুর থানায় এক মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়। মামলা নম্বর-৩২।
এ বিষয়ে অভিযুক্ত থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ‘ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না। তারপরেও আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়া দুঃখজনক।’
ওসি ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
টিবি