শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বহুল আলোচিত শহীদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

বহুল আলোচিত শহীদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহীর তানোর উপজেলার বহুল আলোচিত শহীদুল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মন্ডলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার ময়েজ উদ্দিন (৫০) রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

র‌্যাব-৫ এর সিপিসি-২ কোম্পানির উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই খুনের ঘটনায় আসামি ময়েজ উদ্দিন ছয় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মণ্ডলপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর তানোর উপজেলার শহীদুল হত্যা মামলার ১ নম্বর আসামি। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহীদুলকে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। তানোর থানা পুলিশ তাকে শহীদুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাবে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে ময়েজ উদ্দিন ও তার সহযোগীরা ওই গ্রামের শহীদুলকে (৪১) খুন করেন। পরে তারা মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় শহীদুলের স্ত্রী সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা করেন। 


বিজ্ঞাপন


এ ঘটনার পর থেকে ময়েজ উদ্দিন পলাতক ছিলেন। পরবর্তীতে পুলিশ এই মামলাটি তদন্ত করে ময়েজ উদ্দিনকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে মোট ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর