শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আরেক ভাই আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই নৌকায় বাঁশের ছাই নিয়ে  হাওরে মাছ ধরতে যান। চাই পাতার এক পর্যায়ে বজ্রপাতে দুইভাই ঘটনাস্থলে মারা যান আরেক ভাই আহত হন। পরে এলাকাবাসী নিহতদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। 

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর