সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে পিয়াইন নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই শিশুটির নাম দিলার হোসেন। সে উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নের সিদ্দিক নগর (আলীনগর) গ্রামের লিলনুর মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
শিশুটির স্বজনরা জানান সোমবার দুপুরে বাড়ির পাশে পিয়ান নদীর পাড়ে দিলার হোসেন(৫) আরো কয়েকটি শিশুদের সাথে খেলা করছিলো। কিন্তু হঠাৎ দিলার হোসেনকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়রা বাড়ির পাশের পিয়াইন নদি থেকে বিকেলে শিশু দিলার হোসেনের মরদেহ উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটির মরদেহ স্থানীয়রা পানি থেকে উদ্ধার করেছে। স্বজনরা কোনো অভিযোগ দেননি এখনও।
প্রতিনিধি/এইচই