অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে পুড়ছে দেশ। তার মধ্যে টানা খরায় পুড়ছে রংপুর অঞ্চল। অনেক কষ্টে সেচ দিয়ে আমন ধান রোপণ করা হলেও পানি না থাকায় তা পুড়ে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে আলেম উলেমা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। নামাজ শেষে মোনাজাত করার সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
বিজ্ঞাপন
নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসার শিক্ষক ও দক্ষিণ জাফরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ।
নামাজে অংশ নেওয়া মুসল্লি শরিফুল জানান, ‘আমার জীবনে এমন গরম দেখিনি। অনেকবার বর্ষার মৌসুমে বৃষ্টি না হলেও এতো দীর্ঘস্থায়ী ছিল না। কিছুদিন পর বৃষ্টি হয়েছে। তাছাড়া এতো তাপ যে ঘরের ভেতর-বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ফ্যানের বাতাস খুব গরম। আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমাদের ওপর রহম করেন, সেই আশায় এখানো নামাজ আদায় করতে এসেছি।’
বিজ্ঞাপন
আরেক মুসল্লি আফজাল বলেন, ‘অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না। আমরা কষ্ট করে আমন ধান রোপণ করলেও এখন খরায় ক্ষেত শুকিয়ে ফেঁটে গেছে। এছাড়া তীব্র গরমে কোথাও শান্তি নেই। তাই বৃষ্টির জন্য নামাজ আদায় করে দোয়া করলাম। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে বৃষ্টি দেন।’
এমআর