কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় লাফছু মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
লাফছু উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামের সোলাইমান আলীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আসমা (ছদ্ম নাম)। তার সমবয়সী খেলার সাথী অভিযুক্ত লাফছুর ভাগনি মোসা. জোসনার (ছদ্ম নাম) সঙ্গে খেলাধুলা করে প্রতিদিন। ঘটনার দিন সকাল ১০টার দিকে খেলতে যায় আসমা। পরে কিছুক্ষণ পর কান্না করতে করতে বাড়িতে চলে আসে।
আসমার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু না বলে তার প্যান্টের নিচের দিকে দেখায়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে মোবাইলে কার্টুন দেখার কথা বলে লাফছু ঘরের ভেতর তাকে ধর্ষণ করার কথা জানায়।
বর্তমানে শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
বিজ্ঞাপন
ওই শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে নাগেশ্বরী থানায় মামলা করা হয়। মামলা পরপরই পুলিশ লাফছুকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের ২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এইচই