রাজশাহীতে এক বসত বাড়িতে চলা জুয়ার আসরে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনগত রাতে নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ওই আসর থেকে চার সেট তাস ও নগদ ১৩ হাজার ৯১০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার জুয়াড়িরা হল- নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত দেহেজ মন্ডলের ছেলে আরমান মন্ডল (৬০), মৃত ময়েজ উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম ওরফে আতিয়ার (৩৬), শুকচাঁন আলীর ছেলে ফয়সাল আলী (২০), মৃত আ: রশিদ মিনুর ছেলে আনোয়ার হোসেন ওরফে গুলি (৫০), একই থানার সাতবাড়ীয়া এলাকার মৃত চাহার উদ্দিন শেখের ছেলে লালচাঁন ওরফে চান্দু (৫৫), দাউদ শেখের ছেলে হায়দার আলী (৪৮), আ: মজিদের ছেলে তোজাম্মেল আলী (৩২), শুকুর আলীর ছেলে রাজ্জাক আলী (৩৫)।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এসব তথ্য নিশ্চিত করেন।
আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম মতিহার থানার চরশ্যামপুর এলাকার একটি বসত বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ওই ৮ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় নগদ ১৩ হাজার ৯১০ টাকা ও জুয়া খেলার সামগ্রী চার সেট তাস জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
এজে

