চট্টগ্রামের আগ্রাবাদের বেপারিপাড়া এলাকায় একটি আবাসিক এলাকায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ছয়টার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক। তিনি বলেন, সন্ধ্যার দিকে আবাসিক এলাকায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা যায়। এখন ছয়টি ইউনিট কাজ করছে। স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছেন।
কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও জানা যায়নি। আগুন না নেভা পর্যন্ত এসব বিষয় বলতে পারছে না দমকল বাহিনী।
আগুন লাগার পর আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকা দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ধোঁয়ায় ওই এলাকার আকাশ কালো হয়ে গেছে।
এমআর

