শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাবনায় ফেসবুকে মহিলা আ. লীগকে কটূক্তি, মাদরাসাছাত্র আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মো. সিয়াম সরকার (২০) নামের এক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে মহিলা আওয়ামী লীগকে কটূক্তি করেছে।

শনিবার (২০ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক মো. সিয়াম সরকার খানমরিচ ইউনিয়নের বৌদ্ধ মরিচ গ্রামের মো. তাইবুর রহমানের ছেলে। সে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওগা ফাজিল মাদরাসার ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়সাল বিন আহসান জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামী লীগ একটি র্যালি বের করে। যেটি  Md abdul aziz নামের স্থানীয় আওয়ামী লীগ নেতার আইডিতে পোস্ট দেন। এই পোস্টে MD Sizyam SarKar নামের আইডি দিয়ে কটূক্তিমূলক কমেন্টস করে। এই অভিযোগে তাকে খুঁজে বের করে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে  আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন