বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০১:১৪ এএম

শেয়ার করুন:

শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
নিহত শিক্ষক দম্পতি। ছবি: সংগৃহীত

গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় গাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে নিহত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের ভাই আতিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


নিহত দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ, র‌্যাব, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার রাতে নামাজে জানাজা শেষে ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দলাল চৌধুরী বলেন, শিক্ষক দম্পতির মৃত্যুর ঘটনায় গাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত প্রধান শিক্ষক জিয়াউর রহমানের ভাই আতিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা দায়ের করেন।

এদিকে, শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক তাদের ময়না তদন্তে শরীরের অভ্যন্তরে আঘাতের চিহ্ন পেয়েছেন। তাদের ফুসফুস ও কিডনিত জমাটবাঁধা রক্ত পাওয়া গেছে। তবে এ আঘাতের চিহ্ন নতুন না পুরাতন তা পরীক্ষা-নিরীক্ষার করতে ল্যাবে পাঠানো কথা জানান ফরেনসিক বিভাগের ডাক্তার সাফি মোহায়মেন।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার ভোরে গাছা থানার বগারটেক এলাকায় নিজস্ব প্রাইভেটকারের ভেতর থেকে ওই শিক্ষক দম্পতির অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর