বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

পটুয়াখালীতে পাঁচটি ট্রলার ডুবে নিখোঁজ ১৬ জেলে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে পাঁচটি ট্রলার ডুবে নিখোঁজ ১৬ জেলে
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এতে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন এলাকায় পাঁচটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ সময় ৫৪ জন জেলেকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ১৬ জন জেলে।  

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নৌকাডুবির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কলাপাড়া উপজেলার আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, তিনি জানান, নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল এবং ঢেউয়ের তোড়ে ঝড়ের কবলে পড়ে সাগরে মাছধরা এসব ট্রলার ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে এসব ট্রলারের অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ আছেন ১৬ জেলে।

স্থানীয় জেলেরা জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এফবি মা মনি (৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ সাংবাদিকদের জানান, সাগরে ট্রলারডুবির বিষয়টি কোস্টপার্ডকে জানানো হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছে।

এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ শুক্রবার (১৯ আগস্ট) রাতে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পাঠানো বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১১

সতর্কবাতায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (১৯ আগস্ট ২০২২) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (অক্ষাংশ: ২১.২° উত্তর, দ্রাঘিমাংশ: ৮৮.২° পূর্ব) অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত ৯টা থেকে মধ্যরাতের (১৯ আগস্ট ২০২২) মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্ব্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা/ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর