শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

৬ কোটি টাকার মাদকসহ ধরা খেলেন কারবারি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০৫:৫৮ এএম

শেয়ার করুন:

৬ কোটি টাকার মাদকসহ ধরা খেলেন কারবারি

ছয় কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবাসহ কক্সবাজারে জামাল হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ ওই মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার জামাল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড বিজিবি চেকপোস্ট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিতে যাওয়াই কাল হলো শাহিদুলের

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মাদকসহ জামালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা মেইলকে তিনি বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে উপপরিদর্শক যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল আমতলী এলাকার আবুল কালাম ড্রাইভারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। ওই সময় মাদক কারবারে জড়িত জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পরিত্যক্ত বাড়িটিতে লুকিয়ে রাখা পাঁচ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক কেজি আইস ছাড়াও ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার পর জামালকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।


বিজ্ঞাপন


/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর