বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
ছবি : ঢাকা মেইল

কুমিল্লায় গাড়িচাপায় নুরুল ইসলাম (৬৮) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। তিনি সবজি বিক্রি করতে হাটে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত মাওলানা নুরুল ইসলাম কালাকচুয়া ফাজিল মাদরাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলামের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, ভোরে আমার ভাই নিমসার বাজারে নিজের ক্ষেতের সবজি বিক্রি করার জন্য মহাসড়কের পাশ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান হাসপাতালে আনার আগেই আমার ভাইয়ের মৃত্যু হয়।’


বিজ্ঞাপন


কালাকচুয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, চলতি বছরের ডিসেম্বরে নুরুল ইসলাম সাহেবের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ভোরে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় গাড়িটি শনাক্ত করা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর