কিশোরগঞ্জের নিকলীর ধনু নদীতে গোসল করতে নেমে সাফায়েত (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাফায়েত ইউনিয়নের বড়হাটি গ্রামের মজলু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর ১টার দিকে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের ধনু নদীতে গোসল করতে যায় সাফায়েত। পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে পানির স্রোতের সাথে তলিয়ে যায় সে। তখন বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু শিশুর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১ ঘণ্টার অভিযান শেষে শিশু সাফায়তের মরদেহ উদ্ধার করে ওই ডুবুরি দল।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যে সংবাদ পেয়ে কিশোরগঞ্জ থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার অভিযান শেষে ওই শিশু মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিনিধি/এইচই