শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পাহাড়তলী ইউনিয়নে প্রেমিকা অন্বেষা চৌধুরীকে হত্যার পর প্রেমিক জয় বড়ুয়াও আত্মহত্যা করেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আট নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের ভগবান দারোগার বাড়িতে এ ঘটনা ঘটে। 

প্রেমিক জয় বড়ুয়া একই এলাকার নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে। অপরদিকে প্রেমিকা অন্বেষা ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার উদয়ন চৌধুরী বাড়ির রণজিৎ চৌধুরী বাবলুর মেয়ে।


বিজ্ঞাপন


জানতে চাইলে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, রাতে ঘটনাস্থল গিলে দুজনের লাশ দেখতে পাই। আগামী ৭ মার্চ অন্বেষা চৌধুরীর অর্শীবাদ অনুষ্ঠান এবং ১০ মার্চ তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান অন্বেষা চৌধুরী ও জয় বড়ুয়া। অন্বেষা এসএসসি পাস করার পর টিউশনি করতেন। আর প্রেমিক জয় বড়ুয়া এসএসসি পাসের পর বাবার সাথে পাড়ায় চায়ের দোকানে সহযোগিতা করতেন। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করেন তার পরিবার। বিষয়টি জানতে পেরে প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকে আনেন জয় বড়ুয়া। পরে পরিত্যক্ত একটি কাঁচাঘরে নিয়ে গলায় ছুরিকাঘাত করে অন্বেষাকে হত্যা করেন। পরে নিজে আত্মহত্যা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এরপর বিস্থারিত জানাতে পারব।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর