শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে মাদক সেবন করে শোরগোল, ২ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে মাদক সেবন করে শোরগোল, ২ জনের কারাদণ্ড
ছবি : ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি ফ্ল্যাটে মাদক সেবন করে শোরগোল করার অভিযোগে শাহাজাহান (৩৮) ও শান্ত (২৫) নামে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৩ আগস্ট) রাতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়। 

মাদকসেবনের অভিযোগে শাহাজাহানকে ১৫ দিনের এবং শান্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উভয়কে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈফ উল আরেফিন।
 
সাঈফ উল আরেফিন জানান, শহরের কালাইশ্রী পাড়ার একটি ফ্লাটে মাদক সেবন করে শোরগোল করছিল। এতে আশপাশের বাসিন্দাদের সমস্যা হচ্ছিল। তারা ‘৯৯৯ ‘এ কল করলে সদর থানা পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত ওই ফ্লাটে অভিযান চালায়। এ সময় দুইজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। 

ফ্লাটে তল্লাশি করে ইয়াবা সেবনের আলামত পাওয়া যায়। আটক দুইজন মাদক সেবনের কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে তাদের একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি উভয়কে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর