বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও চারজন।

নিহতরা হলেন, উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭) এবং নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।


বিজ্ঞাপন


জানা যায়, শেরপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁশাটি পশ্চিম পাড়া এলাকায় চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে আহত অবস্থায় ৬ যাত্রীকে উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিজান মিয়া নামে একজন মারা যান। অপর দিকে মঞ্জুরুল ইসলাম নামে আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর