শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ময়মনসিংহে ৯০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ৯০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ময়মনসিংহে মালিকবিহীন আটককৃত প্রায় ৯০ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠানিকভাবে বিজিবি ময়মনসিংহ এর মাল্টিপারপাস শেড সংলগ্ন মাঠে এসব ধ্বংস করা হয়।

এসময় বিভিন্ন ব্র্যান্ডের ১৪ হাজার ৬শ ৫ বোতল মদ, ১ হাজার ১শ ২২ বোতল ফেন্সিডিল, ১৮ কেজি গাঁজা এবং ৩ হাজার ১শ ৩০ পিস ইয়াবা ধ্বংস করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ময়মনসিংহ এবং শেরপুরের সীমান্ত এলাকা থেকে গত চার বছরে ভারত থেকে আসা এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। 


বিজ্ঞাপন


মাদকদ্রব্য ধ্বংস ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সেক্টর সদর দফতরের কমান্ডার পিএসসি উপ-মহাপরিচালক কর্নেল মো. মাহমুদুর রহমান, ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালক লে. কর্ণেল মো. তৌহিদ মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. হাফিজুর রহমান, শেরপুরের নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ প্রমুখ।

লে. কর্ণেল মো. তৌহিদ মাহমুদ বলেন, গত চার বছরে সীমান্ত এলাকা থেকে বিভিন্নভাবে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এগুলো ধ্বংস করেছি। আমরা মাদকের বিরুদ্ধে সরকার কর্তৃক প্রণীত জিরো টলারেন্স তার অংশ হিসেবে এই কার্যক্রম করেছি। আমাদের এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে সমাজকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। সে জন্য আমাদের প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর