বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় সাবান উদ্ধার, সাংবাদিক আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৫:১৬ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় সাবানসহ ইকবাল কবীর মানিক (৪০) নামে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কলসিন্দুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ৪৯৫ পিস সাবান উদ্ধার করা হয়েছে।

মানিক একই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত একটি আঞ্চলিক দৈনিকে ধোবাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন।

মো. জালাল উদ্দিন বলেন, গোপনে জানতে পারি, মানিকের বাড়িতে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রসাধন সামগ্রী রয়েছে। পরে সন্ধ্যার তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ৪৯৫ পিস সাবান উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মানিকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এছাড়া তার সঙ্গে জড়িত হয়ে যারা ভারতীয় পণ্য চোরাচালান করছেন তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub