মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুকে স্টোরিতে অস্ত্রের ছবি শেয়ার, যুবক আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

ফেসবুকে স্টোরিতে অস্ত্রের ছবি শেয়ার, যুবক আটক

নোয়াখালীর চাটখিলে ফেসবুকে স্টোরিতে আগ্নেয়াস্ত্রের ছবি শেয়ার করার অভিযোগে সোহরাব হোসেন মাহি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে Sohorab Hoshain Mahe নামে ফেসবুক আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করেন তিনি।


বিজ্ঞাপন


এ অভিযোগে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহরাব হোসেন মাহি চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামদেবপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত সামছুল আলম মোল্লার ছেলে। তিনি নিজেকে পরকোট ইউনিয়নে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন। 

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মাহি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার Sohorab Hoshain Mahe আইডির স্টোরিতে একটি পিস্তলের ছবি আপলোড করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে কখনো মোবাইল হারিয়ে গিয়েছে আবার কখনো অন্যের ফেসবুক গ্যালারি থেকে পিস্তলের ছবি আপলোড করেছে বলে ভিন্ন ভিন্ন কথা বলে। তার বক্তব্য অসংলগ্ন ও সন্দেহ হওয়ায় এবং পিস্তলের ছবি আপলোডের বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফেসবুকে পোস্ট করা অস্ত্রের বিষয়ে আরও অনুসন্ধানের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


বিজ্ঞাপন


এছাড়া, স্থানীয় কিশোরদের একটি গ্যাংয়ের সঙ্গেও তার সম্পৃক্ততা আছে। এই গ্যাং এলাকায় চাঁদাবাজি ও মারামারি করে। তার বিরুদ্ধে বিস্তর তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর