মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নবীনগরে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তামিম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে ইব্রাহিমপুর চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তামিম উপজেলা বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


পথচারী ও পুলিশ জানায়, সকালে তামিম জাফরপুর থেকে মোটরসাইকেলযোগে বাঁশবাজারে যাচ্ছিল। ইব্রাহিমপুর চৌধুরী বাড়ির বিপরীতমুখী সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নবীনগর থানার ইনপেক্টর (তদন্ত) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তামিমের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন