বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত
ছবি : ঢাকা মেইল

রাজবাড়ীর পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন পাংশা ফিলিং স্টেশনের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ প্রামানিক (৫০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় বাসের দুজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ট্রাক চালক ইউসুফ প্রামানিক ফরিদপুর সদর উপজেলার গোল চত্বর এলাকার হানিফ প্রামানিকের ছেলে। 

আহতরা বাস যাত্রীরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের সুমন বিশ্বাস ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নিজামুদ্দিন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির বাসটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ট্রাকের চালক ইউসুফ প্রামানিককে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন মোল্লা জানান, নিহতের সুরতহাল শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা এই ঘটনায় মামলা করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। বাস ও ট্রাক দুটোই পুলিশের হেফাজতে রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর