শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কাঁচা মাংসের সঙ্গে বিরিয়ানি রাখায় হাজি বিরিয়ানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

কাঁচা মাংসের সঙ্গে বিরিয়ানি রাখায় হাজি বিরিয়ানিকে জরিমানা

রাজশাহীতে খাবারের মান যাচাইয়ে রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় পুরনো বিরিয়ানি ও কাঁচা মাংস একই ফ্রিজে সংরক্ষণের দায়ে হাজি বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর গৌরহাঙ্গা এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। 

ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ অভিযানের নেতৃত্ব দেন। তিনি বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে শনিবার দুপুরের দিকে নগরীর গৌরহাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুরনো বাসি বিরিয়ানি ও কাঁচা মাংস একই ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে হাজি বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
birianiএছাড়াও নগরীর মালোপাড়া এলাকায় এরাবিয়ান কিচেনেও অভিযান চালানো হয়েছে। এসময় সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


এদিন অভিযানে নগরীর দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা। 

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর