বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা, আটক ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা, আটক ৩

সাভারের আশুলিয়ার জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে সড়কে বিক্ষোভ ও অবরোধের চেষ্টাকালে তিন পরিবহন শ্রমিককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় সেখানে থাকা বাকিরা পালিয়ে যায়।

শনিবার (৬ আগস্ট) সকালে টঙ্গী-বাইপাইল-ইপিজেড সড়কের শিমুলতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক তিনজন হলেন— বিপ্লব (৩০), রাসেল (৩০) ও আলীরেজা (২৫)। তারা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপার।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল ঢাকা মেইলকে জানান, সকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আশুলিয়ার শিমুলতলা বাসস্ট্যান্ডে কিছু লোকজন জড়ো হতে থাকে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে লাঠিসহ তিন যুবককে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায়। তারা সকলে বিভিন্ন পরিবহন শ্রমিক।

এব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর