শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১০:০৫ এএম

শেয়ার করুন:

রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


শনিবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত বৃদ্ধের বাড়ি রাজশাহী নগরীতেই। তার বয়স ৬৫ বছর। এদিন হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে এক জনের প্রাণহানি ঘটেছে। মৃত ব্যক্তি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে (শনিবার সকাল ৯টা পর্যন্ত) ২৪ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ১২ জন। যেখানে গতকালও ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫ রোগী।


বিজ্ঞাপন


এদিকে, শুক্রবার (৫ আগস্ট) রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর