শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


বিজ্ঞাপন


এ সময় স্থানীয় সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্টেডিয়াম ভবন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ দোয়া ও স্টেডিয়ামের পাশে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর