শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সোনামসজিদ স্থলবন্দরে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সোনামসজিদ স্থলবন্দরে

দেশের দ্বিতীয় বৃহত্তর চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে কাস্টমস কর্মকর্তা সৈয়দ মোকাদ্দেশ হোসেন ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর। ভারত থেকে পাথর, পেঁয়াজ, রসুন, আদা, কসমেটিকস ও ফলমুলসহ নানা ধরনের পণ্য আমদানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। এই অর্থবছরে ফলসহ অন্যান্য পণ্য আমদানি হওয়ায় রাজস্ব বেশি আদায় হয়েছে। সোনামসজিদ স্থলবন্দরে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয় ৮২৮ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকা। তার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৯৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা। এ অর্থ বছরে লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় ১৫০ কোটি টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।

তবে ২০২২-২০২৩ চলতি অর্থ বছরে দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে এখন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারত করেননি বন্দর সংশ্লিষ্টরা বলেও জানান এই কর্মকর্তা।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর