বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজারের বস্তায় মোড়ানো মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ১১:১১ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) বেলা দশটার সময় ভেড়ামারা হাই স্কুলের গলির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে। তিনি রঙ কোম্পানি রক্সি পেইন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় এলাকায় বসবাস করতেন তিনি।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১ আগস্ট দুপুরে লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। কোথাও তাকে খুঁজে না পেয়ে সন্ধার পর তার স্ত্রী জিনাত আরা টুম্পা থানায় একটি সাধারণ ডায়েরি করলে তাকে উদ্ধারে সবধরণের চেষ্টা করতে থাকে পুলিশ। আজ সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাই স্কুলের গলিতে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ লোকমানের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub