ভোলায় বাড়ি থেকে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে তজুমদ্দিন উপজেলার ৫নং শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি কাজল ওই গ্রামের বাসিন্দা।
তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে প্রথমে মাদক কারবারি কাজলকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির আঙ্গিনা থেকে ৮ ফুট ৪ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যাঁর ওজন প্রায় ৪ কেজি।
বিজ্ঞাপন
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউর রহমান জানান, কাজল একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁর বাড়ির আঙ্গিনা থেকে একটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এজে