বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বরিশালে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

বরিশালে মাটি কাটায় লাখ টাকা জরিমানা
ছবি : ঢাকা মেইল

বরিশালের বাকেরগঞ্জে নদীর তীর থেকে চরের মাটিকাটার অপরাধে পাঁচ শ্রমিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ আগস্ট) দুপুরে ভবিষ্যতে চরের মাটি না কাটার মুচলেকা রেখে জরিমানা পরিশোধ করার পর আটক শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আবুজর মো. ইজাজুল হক তাদের জরিমানা করেন। তিনি বলেন, ইট প্রস্তুত ও ইট ভাটা নিয়ন্ত্রণ আইনে শ্রমিকদের জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, স্থানীয় আল-আমিন খুলনা ও সাতক্ষীরা থেকে শ্রমিক এনে চরের নদীর তীরবর্তী এলাকা থেকে মাটি কেটে নিয় ইটভাটায় বিক্রি করে। 

এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রমিক খুলনার শাহিন গোলদার, আসাদ গাজী ও জিয়ারুল গোলদার এবং সাতক্ষীরার কবির সানা ও শহিদুল সরদারকে আটক করা হয়।  

পরে প্রত্যেককে ২০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটকরা জরিমানা দেওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর