ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৯ জুলাই) ভোর রাতে মহিপাল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ২৯ জুলাই শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিল, ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৩ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য কুমিল্লা থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। র্যাব ফেনী ক্যাম্পের একটি দল ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের মহিপাল সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে দুবাই হোটেল এণ্ড কাবাব হাউজ নামক হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেটকারসহ গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের উত্তর হালিশহরের আচার্য পাড়ার মৃত জুলহাস মাস্টারের ছেলে মো. হায়দারুল আমিন মঞ্জু (৩৬), উত্তর হালিশহর চৌধুরী পাড়ার সুমনের ভাড়াটিয়া মো. সুমন হোসেন (৩৫)।
তাদেরকে জিজ্ঞাসাবাদ ও গাড়ী তল্লাশী করে প্রাইভেটকারটির ব্যাকডালার ভিতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ২৯৮ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৮৩ হাজার টাকা। প্রাইভেটকারটি (রেজি. নং-চট্ট মেট্রো খ-১১-০৪২৭) জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তাঁরা সুকৌশলে দীর্ঘদিন মাদকদ্রব্য কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মো. মোস্তফা জামান জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
এজে

