শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের চারদিন পর পাটক্ষেতে মিলল কৃষকের মরদেহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১২:১৭ এএম

শেয়ার করুন:

loading/img

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ হওয়ার চারদিন পর পাটক্ষেত থেকে আব্দুল রাজ্জাক বাচ্চু (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে কুড়িগ্রাম নাগেশ্বরী সড়কের কুটি পোড়াডাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


নিহত বাচ্চু নাগেশ্বরী পৌরশহরের বদিজামাল পুর গ্রামের বাসিন্দা। তার তিন ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার একটি পাটক্ষেত থেকে দূর্গন্ধ ছড়ালে এক যুবক পাটক্ষেতে গিয়ে বাচ্চু শেখের মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

তবে নিহতের সঙ্গে কারও দ্বন্দ্ব বা বিবাদ ছিল না। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেননি। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন