ময়মনসিংহের ফুলপুরে শফিকুল ইসলাম (৩৭) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির কাঁঠাল গাছে ঝুলছিলো তার মরদেহ। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাঘেধরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
শফিকুল শেরপুর জেলার নকলা উপজেলার হাসনখিলা গ্রামের আশরাফ আলীর ছেলে। সে বাঘেরধরা এলাকার আব্দুল খালেকের মেয়ের জামাই।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কাঁঠাল গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এসময় শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর খাদিজার খোঁজ নিতে গেলে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রতিনিধি/এইচই