সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘আছাড় মেরে’ আড়াই মাসের শিশুকে হত্যা, বাবা আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

খুলনার ডুমুরিয়ায় বাবার বিরুদ্ধে পারিবারিক কলহের জেরে আড়াই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা মো. উজ্জলকে (২৫) আটক করেছে।

বুধবার (২৮ জুলাই) রাত সোয়া ১২টার দিকে উপজেলার ভাণ্ডারপাড়ার গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


অভিযুক্ত উজ্জল একই এলাকার সামাদ শেখের ছেলে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে শেখ কনি মিয়া জানান, মধ্যরাতে উজ্জল ও তার পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় শিশু তামিমা তার বাবার কোলে ছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে উজ্জল তামিমাকে আছাড় মারে। তখনও সবাই ঝগড়ায় ব্যস্ত ছিল।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটির অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করেন। পরে তারা তামিমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ওসি বলেন, এ ঘটনায় রাতেই শিশুর বাবাকে আটক করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর