বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মাদারীপুরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

মাদারীপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লাকে (৫৪) কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলপদ্দি এলাকার বিজের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

আহত জাকির হোসেন মোল্লা মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকায় লতিফ মোল্লার ছেলে।

এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির মোল্লা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লা রাতে বাসায় ফিরছিলেন। এসময় কুলপদ্দি উপজেলা পরিষদের একটু সামনে যাওয়ার পরে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫ থেকে ২০ জনের এক সন্ত্রাসী দল হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি নিয়ে হামলা চালিয়ে গুরুতর যখম করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন মোল্লার বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে সরোয়ার হোসেন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার প্রথমে ফরিদপুর ও পরবর্তীতে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়।


বিজ্ঞাপন


মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান বলেন, ‘আমার জানামতে তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিলো না। হামলার বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকে বিক্ষিপ্তভাবে অনেক কথা বলতে পারে, তবে এ ঘটনায় কোনো নির্দোষ লোকের ক্ষতি না হোক। আমরা চাই প্রকৃত দোষীদের শাস্তি হোক।’

ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরে ভিকটিমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে ১ জন সন্দেহভাজন ব্যক্তির নাম বলেছিলেন। আমরা তাকে ধরার চেষ্টা করছি।’

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর