শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

স্বামীকে খুন করে সারারাত লাশ পাহারা, সকালে নিজেই গেলেন থানায়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

স্বামীকে খুন করে সারারাত লাশ পাহারা, সকালে নিজেই গেলেন থানায়
ছবি : ঢাকা মেইল

নরসিংদীতে স্বামীকে হত্যা করে সারারাত মরদেহ পাহারা দিয়ে সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ঝুনু বেগম নামে এক নারী। স্বামীকে টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারী শাবল দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলে স্বামী মারা যায়। 

শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টায় শিবপুর মডেল থানায় গিয়ে ডিউটি অফিসারকে হত্যার ঘটনাটি জানান তিনি। এর আগে, বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।


বিজ্ঞাপন


হত্যাকাণ্ডের শিকার মোফাজ্জল প্রধান (৩৮) খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। তার স্ত্রী ঝুনু বেগম (৩২) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ত্রীর কাছে টাকা চান মোফাজ্জল হোসেন। ঝুনু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাবল নিয়ে স্ত্রীর উপর আক্রমণ করতে যান মোফাজ্জল। এসময় স্ত্রী শাবল ছিনিয়ে নিয়ে তাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোফাজ্জল। সারারাত মরদেহ পাহারা দিয়ে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যাকাণ্ডের বিবরণ দেন ঝুনু বেগম।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর