বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

তাকে পেয়ে বসেছে সব হারানোর ভয়

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭ এএম

শেয়ার করুন:

loading/img
বছরখানেক আগে ১১তম বিয়ে করেন তিনি। এবারের স্ত্রী মানসিক ভারসাম্যহীন জান্নাত বেগম। তাকে হারানোর ভয়ে কোমরে দড়ি নিয়ে বেঁধে ভিক্ষা করেন নুর ইসলাম। খাওয়া ঘুমসহ সব কাজেই থাকে এ বন্ধনী।

নিজের সাথে এক নারীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে ভিক্ষা করছেন এক বৃদ্ধ। সম্প্রতি এমন একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার বিস্তারিত জানতে ওই বৃদ্ধের কাছে যান ঢাকা মেইলের এই প্রতিবেদক। জানা গেল, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন সময়ে নুর ইসলাম (৭৫) নামের ওই ব্যক্তি বিয়ে করেন আরও ৯টি। তবে কোনও স্ত্রী দু তিন মাসের বেশি তার সঙ্গে সংসার করেননি। এখন তাকে পেয়ে বসেছে সব হারানোর ভয়। ১১তম স্ত্রীকে তাই কোমরে দড়ি বেঁধে নিয়েই চলাচল করেন। যেখানেই যান সাথে রাখেন স্ত্রীকে।


বিজ্ঞাপন


MYMENSING-VIKKHUK-1পেশায় ভিক্ষুক নুর ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধারাকপুর গ্রামের মৃত তসর আলীর ছেলে। তিনি বিয়ে করেছেন মোট এগারোটি। ২০০৬ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুধের শিশু একমাত্র মেয়েকে লালনপালন করতে মাসখানেকের মধ্যেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। সেই সংসার টিকেনি চার মাসও। এরপর একে একে বিয়ে করেন আরও নয়টি। এদের মধ্যে আট স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।

বছরখানেক আগে ১১তম বিয়ে করেন তিনি। এবারের স্ত্রী মানসিক ভারসাম্যহীন জান্নাত বেগম। তাকে হারানোর ভয়ে কোমরে দড়ি নিয়ে বেঁধে ভিক্ষা করেন নুর ইসলাম। খাওয়া ঘুমসহ সব কাজেই থাকে এ বন্ধনী।

প্রায় পনেরো বছর আগে অসুস্থ হয়ে মারা যান তার প্রথম স্ত্রী। এরপর কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন সময় বিয়ে করেন আরও ৯টি। তবে কোনও স্ত্রী দু তিন মাসের বেশি তার সঙ্গে সংসার করেননি।

সরেজমিনে দেখা যায়, দুইশতক জায়গায় জরাজীর্ণ একটি খুপড়ি ঘরে স্ত্রী জান্নাতকে নিয়ে বসবাস করেন নুর। ঘর ভর্তি নোংরা আর ছেড়া কাপড়ে ভর্তি। ভাঙা দরজা দিয়ে ঝুঁকি নিয়ে ঘরে প্রবেশ করেন তারা। একটু অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। রোদ-বৃষ্টি-শীতে বছরের পর বছর কষ্টে দিনাতিপাত করছেন নুর।


বিজ্ঞাপন


MYMENSING-VIKKHUK-2.jpgনুর ইসলাম বলেন, আর বিয়ে করার ইচ্ছা নেই। তাই এই স্ত্রীকে নিজের সাথে বেঁধে রাখি সবসময়; যাতে সেও হারিয়ে না যায়। ভালো একটি ঘর আর বয়স্ক ভাতার একটি কার্ডেরও দাবি জানান তিনি।

স্থানীয়রা জানান, প্রায় পনেরো বছর আগে অসুস্থ হয়ে মারা যান তার প্রথম স্ত্রী। এরপর কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন সময় বিয়ে করেন আরও ৯টি। তবে কোনও স্ত্রী দু তিন মাসের বেশি তার সঙ্গে সংসার করেননি।

MYMENSING-VIKKHUK-3নুর ইসলামের ছোট ভাই আব্দুল মালেক বলেন, দুই বোন তিন ভাইয়ের মধ্যে নুর ইসলাম দ্বিতীয়। বয়স ৭৫ হলেও এখনও বয়স্ক ভাতার কার্ড পাননি তিনি। দুই শতাংশ জায়গা থাকলেও, থাকার ভালো কোনও ঘর নেই।

ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, নুর ইসলাম সরকারের ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় রয়েছেন। সে জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। এছাড়াও নুরকে সরকারি সকল সুযোগসুবিধা দেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান আলাল উদ্দিন।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন