বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাছ ধরতে গিয়ে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হাওরে শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২০ ঘণ্টার পর হোসাইন হিমেল (২৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ৪ নম্বর বক্স কালভার্টের নিচ থেকে তার উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

হোসাইন হিমেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি মিঠামইন পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত ছিলেন।

আবুজার গিফারী বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় জেলা সদর থেকে ৪ সদস্যের একটি ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে। সেখানে পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করা যায়নি। পরে মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান শুরু করলে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর আগের একটি বক্স কালভার্টের নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মিঠামইন জোনাল অফিসের নিরাপত্তাকর্মী ভূপতি চন্দ্র দাস বলেন, হিমেল স্যার ঈদের ২-৩ দিন আগে বাড়িতে গিয়েছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি কুড়িগ্রামে বিয়ে করেছেন। ঈদের ছুটি কাটিয়ে রোববারই কর্মস্থলে ফেরেন তিনি।


বিজ্ঞাপন


এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানিয়েছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার।

মাত্র সাত দিন আগে বিয়ে করেছিলেন মিঠামইন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা হোসেন হিমেল (২৫)। মঙ্গলবার ভোরে হাওর থেকে হিমেলের মরদেহ উদ্ধারের পর শোকে ভেঙে পড়েন তার সহকর্মীরা। নব-বিবাহিত দম্পতির ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না কেউই।

হিমেলের সহকর্মীরা জানান, গত ১৩ জুলাই বিয়ে করেন হিমেল। এর চারদিন পর রোববার কর্মস্থল কিশোরগঞ্জের মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগ দেন তিনি। এর পরেরদিনই অর্থাৎ সোমবার বিকালে ঝাঁকি জাল দিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন