মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাওরে মাছ ধরতে গিয়ে পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নিখোঁজ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ০৮:৩১ এএম

শেয়ার করুন:

হাওরে মাছ ধরতে গিয়ে পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নিখোঁজ

কিশোরগঞ্জের হাওরে শখের বশে মাছ ধরতে গিয়ে মিঠামইন জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৮ জুলাই) বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকার বক্স কালভার্টের নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।


বিজ্ঞাপন


মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি জানিয়েছেন।

নিখোঁজ কর্মকর্তার নাম হোসাইন হিমেল (৩৫)। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। তিনি মিঠামইন পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মিঠামইন সদরের বাসিন্দা মো. হাদিস জানান, অলওয়েদার সড়কের ৪ নম্বর সেতুর নিচে দাঁড়িয়ে জাল ফেলার সময় পা পিছিলে পানিতে পড়ে যান হিমেল। এরপর থেকে তিনি নিখোঁজ আছেন।

ওসি কলিন্দ্র নাথ গোলদার জানান, খবর পেয়ে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আজ সকালে উদ্ধার অভিযান শুরু হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর