নেত্রকোনার কলমাকান্দা থেকে অপহরণের ১৮ দিন পরও নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উদ্ধার হয়নি। শনিবার (১৬ জুলাই) পর্যন্ত উদ্ধার না হওয়া অপহৃত ওই স্কুল ছাত্রী কলমাকান্দা উপজেলা সদরের বাসিন্দা এবং তিনি কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগেরও শিক্ষার্থী।
এ অপহরণের প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেন- কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা গ্রামের আব্দুর রশীদের ছেলে তিন সন্তানের জনক মো. জুয়েল মিয়া (৩২)। তাছাড়া, তার সহযোগি রয়েছেন একই গ্রামের আরও ৫জন।
ছাত্রীর পরিবার সূত্র জানা যায়, গত ২৯ জুন সকালে জন্মনিবন্ধন সংশোধনের জন্য বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী। পথে কলমাকান্দা উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত জুয়েল মিয়া ও তার কয়েকজন সহযোগি মিলে। পরে অপহরণের বিষয়টি স্থানীয় লোকজনের কাছে জানতে পেরে ওই দিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে জুয়েলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন।
বিজ্ঞাপন
শনিবার সকালে ওই ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, থানায় মামলা দায়েরের ১৮ দিন হয়ে গেলেও পুলিশ এখনো আমার মেয়েটাকে উদ্ধার করতে পারেনি। আমি আমার মেয়েটিকে দ্রুত ফেরৎ চাই।
এদিকে, প্রধান অভিযুক্ত আসামি জুয়েল মিয়া পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ মামলার তদন্তকারি কর্মকর্তা কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা বলেন, ছাত্রীটিকে উদ্ধার ও জুয়েলকে গ্রেফতারের লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ছাত্রীকে উদ্ধারসহ ও জুয়েলকে গ্রেফতার করা যাবে।
তিনি আরও বলেন, মামলাটির প্রধান আসামি জুয়েল ছাড়া অন্যরা প্রত্যেকে আদালতে হাজির হয়ে এখন জামিনে আছেন।
বিজ্ঞাপন
এজে