খুলনার কয়রা উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে গাছে বেঁধে নির্যাতন মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মো. ইব্রাহিম আলী জানান, জমি জমা নিয়ে ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে খুলনায় কোর্ট একটি মামলাও চলছে। সর্বশেষ ১১ জুলাইয়ের ঘটনায় ১৪ জনকে আসামি করে শুক্রবার রাত ১০টার দিকে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলা রেকর্ড হওয়ার কিছুক্ষণ পরই আমরা ওই ঘটনার সাথে জড়িত মো. আরাফাত হোসেন এবং সাইদুর রহমানের নামের দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে ভুক্তভোগী ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন রয়েছেন।
ওই নারী বলেন, কোরবানি ঈদের পরের দিন (১১ জুলাই) সকালে আমার চাচা, চাচাতো ভাইরাসহ তাদের কয়েকজন নিজস্ব লোকেরা আমাকে বাড়ী থেকে টেনে হিঁচড়ে বের করে। আমাকে বিবস্ত্র করে রাস্তার একটি গাছের সাথে বেঁধে মারধর করে। আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে। শরীর বিভিন্ন জায়গায় কামড় দিয়ে দাঁত বসিয়ে দেয়। একসময় আমি জ্ঞান হারাই।
বিজ্ঞাপন
আমার বোনের স্বামী ৯৯৯ এ ফোন করে। এরপর পুলিশ এসে আমাকে উদ্ধার করে। শুনেছি এখনও ওরা হুমকি-ধামকি দিচ্ছে।
প্রতিনিধি/এইচই