শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

তাড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

তাড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত
ছবি :প্রতীকী

কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

১৫ জুলাই (শুক্রবার) বিকেলে ৫টার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ওই স্কুল শিক্ষিকার নাম হ্যাপী আক্তার (৩০)। তিনি ইটনা উপজেলার রায়টুটি পশ্চিমপাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী। তিনি রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

আহত দুজন হলেন- তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হ্যাপী আক্তার নামে একজন মারা যান। এছাড়া আহত তুষা রাণী ও মনছুর মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। 


বিজ্ঞাপন


তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন সরকার একজন নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা ও টমটম জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/এইচই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর