মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপির প্রার্থী রিটে জাপা প্রার্থী মঞ্জুমের প্রার্থিতা বাতিল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

বিএনপির প্রার্থী রিটে জাপা প্রার্থী মঞ্জুমের প্রার্থিতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া-সিটির আংশিক) আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখে ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আদালতে ব্যারিস্টার মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। বিএনপির প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘পরিকল্পিতভাবে আদালতের এই আদেশের মাধ্যমে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজনের কূটকৌশলে জাতীয় পার্টিকে ঠকানো হয়েছে। আমরা আদালতের ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’

এ বিষয়ে জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হয়েছে। আদালতকে প্রভাবিত করে আমার প্রার্থিতা বাতিল করেছেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন। আইনের ছাত্র হয়েও দেশের আইনে কোনো ন্যায়বিচার পেলাম না। সুজন ক্ষমতার অপব্যবহার করে আমাকে নির্বাচন থেকে সরালেন। আমার ওপর জুলুম করা হয়েছে। তাই গঙ্গাচড়াবাসীর কাছে অনুরোধ, মোকাররম হোসেন সুজনকে বর্জন করে অন্য যেকোনো প্রার্থীকে ভোট দিয়ে আমার প্রতি সহানুভূতি দেখাবেন। আজকের পর হয়তো আমাকে গ্রেপ্তার করা হবে; আমি গ্রেপ্তার হতে রাজি আছি। তবে কথা দিচ্ছি, জীবন দিয়ে হলেও গঙ্গাচড়াবাসীর পাশে থাকব ইনশাআল্লাহ।’

এর আগে গত ১৭ জানুয়ারি আসন্ন নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনের (ইসি) এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন।


বিজ্ঞাপন


গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য থাকায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান মঞ্জুম আলীর মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। এরপর তিনি ইসিতে আপিল করেন। প্রথম দফার শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলেও পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছিল। তবে শেষ পর্যন্ত উচ্চ আদালতে তা আবারও অবৈধ ঘোষিত হলো।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর