মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাগুরায় ইটভাটায় ইটের স্তূপ ধসে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ইটভাটায় ইটের স্তূপ ধসে শ্রমিকের মৃত্যু

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইদ্রিস পাড়ার ‘শাহী দরবার ব্রিকস’ নামের একটি ইটভাটায় মঙ্গলবার বিকেলে ইটের স্তূপ ধসে সালমান মণ্ডল (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামে; তিনি মৃত চান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ইটভাটা শ্রমিকরা জানান, বিকেলে ভাটায় কাজ করার সময় পাশে থাকা ইটের একটি বিশাল স্তূপ হঠাৎ সালমানের ওপর ধসে পড়ে। এতে তিনি ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।


বিজ্ঞাপন


পরে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইটভাটায় কাজ করার সময় পুরনো ইটের স্তূপ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর