মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনে পরিবেশ নিয়ে রংপুরে সেনাপ্রধানের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

নির্বাচনে পরিবেশ নিয়ে রংপুরে সেনাপ্রধানের মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে রংপুরে মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।


বিজ্ঞাপন


এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এরপর তিনি রংপুর স্টেডিয়ামে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

আলোচনায় সেনাপ্রধান সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর