মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে আক্কেলপুর-বগুড়া সড়কের পূর্ণগোপীনাথপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকও গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


নিহত সোহাগ চন্দ্র দাস বগুড়া সদর উপজেলার শশীবদনী এলাকার পরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পাইকারি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগ চন্দ্র দাস নিয়মিত আক্কেলপুর পৌর শহরের কলেজ বাজার থেকে পাইকারি কাঁচামাল কিনে বগুড়ার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। প্রতিদিনের মতো এদিন সকালেও কাঁচামাল কিনে সিএনজিযোগে বগুড়ায় ফিরছিলেন তিনি। পথে পূর্ণগোপীনাথপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত চালক ও সোহাগকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পুলিশ পিকআপটি জব্দ করেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর