মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পটুয়াখালী প্রশাসনকে নুরের ৩ দিনের আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, পটুয়াখালী 
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালী প্রশাসনকে নুরের ৩ দিনের আল্টিমেটাম

পটুয়াখালীর গলাচিপায় সাম্প্রতিক হামলা ও সহিংসতার ঘটনায় আগামী তিন দিনের মধ্যে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণ না করলে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।


বিজ্ঞাপন


নুরুল হক নুর অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালানো হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করছে না। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে যদি এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আমি নিজে নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করব।’

সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর