মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রুমিন ফারহানার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

রুমিন ফারহানার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সার্বিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও প্রচারণা কার্যক্রমসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা নির্বাচনের প্রস্তুতির খোঁজখবর নেন এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর