চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে নূরী নামে এক প্রতিবেশী নারীর কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে ওই নারী মুঠোফোনে খবর দিলে বেশ কয়েকজন ঘটনাস্থলে এসে নাসির উদ্দিনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি/একেবি

